যশোরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

পিবিএ,বেনাপোল: যশোর র‌্যাব-৬ সদস্যরা ১৫ মে (বুধবার) রাতে মনিরামপুর থানাধীন শেখপাড়া খানপুর (সাতনল) বাজারের উত্তর পাশে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব জানায়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে।

যশোরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১
মোঃ মতিয়ার রহমান গাজী (৪৫)

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধান এবং ডিজি র‌্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার মনিরামপুর থানাধীন শেখপাড়া খানপুর (সাতনল) বাজারের উত্তর পাশে মতিয়ার রহমান গাজীর বসত বাড়ীর দক্ষিন দুয়ারি আধাপাকা একচালা টিনের ছাবড়া ঘরের শয়ন কক্ষের মধ্যে অভিযান পরিচালনা করে ২০৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রিত নগদ অর্থ-২৫,২০০/- (পঁচিশ হাজার দুইশত) টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মতিয়ার রহমান গাজী (৪৫) আটক করা হয়েছে।

আটক মতিয়ার রহমান গাজী মনিরামপুর থানাধীন শেখপাড়া খানপুর (সাতনল) গ্রামের মৃত জমাদ্দার গাজীর ছেলে।যশোর র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকরাী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে।

পরবর্তীতে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রয় আইনে ২০১৮ এর ধারা ৩৬(১)এর সারণি ক্রমিক ১০ এর (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে উদ্ধার কৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলার মনিরামপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/এন/আরআই

আরও পড়ুন...