যশোরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ইয়াবাসহ আটক ৪

পিবিএ,বেনাপোল: যশোর র‌্যাব-৬ সদস্যরা বুধবার যশোর সদর ও মনিরামপুর থানায় পৃথক পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব জানায়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধান এবং ডিজি র‌্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।

আটক
পৃথক পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলা কোতয়ালী ধানাধীন বসুনদিয়া মোড়স্থ নড়াইল রোডে সোহাগ টেইলার্স এর সামনে থেকে ১৭ বোতল ফেন্সিডিল ও একটি অবৈধ মটর সাইকেলসহ শ্রী রাজিব বিশ্বাস (৩০) শ্রী সজিব পাল (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুনদিয়া কাঠপট্টিস্থ খুলনা টু যশোর গামী পাকা রাস্তার পার্শ্ব থেকে মোঃ মাসুদ বিশ্বাস এর কাঠের ফার্নিচারের দোকানের মধ্য থেকে ৫৩ বোতল ফেন্সিডিলসহ মাসুদ বিশ্বাসকে আটক করা হয়েছে। এবং যশোর জেলার মনিরামপুর থানাধীন মুড়াগাছা বাজারস্থ শ্রী অশোক কুমার বিশ্বাস এর জুয়েলারী দোকানের সম্মুখে পায়ে হাটা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবাসহ মোঃ আফজাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

যশোর র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকরাী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে।

মাদকে ব্যবসার ফলে এলাকার উঠতি বয়সের যুবকদের মাদকের ছোবলে অনেকেই মাদকাসক্তির ফলে তাদের ও তাদের পরিবারের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। তার এহে গর্হিত সমাজ বিরোধী কর্মকান্ডের কারনে সমাজের যুব সমাজ হুমকির মুখে পড়েছে। পৃথক পৃথক অভিযান পরিচালনা করে যশোর সদর ও মনিরামপুর থানা থেকে চার জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীদে ধৃত আসামীদের যশোর কোতয়ালী মডেল থানায় ও মনিরামপুর থানায় হস্তান্তর সহ মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/এন/আরআই

আরও পড়ুন...