যশোরের রুপদিয়া প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সানির উপর সন্ত্রাসী হামলার অভিযোগ।
জানা গেছে, বুধবার ( ১৮ আগষ্ট) রাত ১১ টার দিকে যশোর সদর উপজেলার প্রসক্লাব রুপদিয়ার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সানির উপর হামলা করেছে এলাকার চিন্নিত দুস্কৃতিকারিরা। সাংবাদিক মহিউদ্দিন সানি জানান বুধবার রাত ১১ টার দিকে যশোর থেকে পেশাগত দ্বায়িত্বের কাজ শেষে বাড়ী ফেরার পথে রুপদিয়া বাজারে পৌছালে পুর্ব পরিকল্পনা মোতাবেক কিবরিয়া,আল আমিন,মোস্তফা উভয় পিতা অযুব আলি খান। ইউছুপ,পিতা নজরুল। বদিয়ার, সহ তারা দল বদ্ধ হয়ে অতর্কিত হামলা করে। এ সময় নগত ২৩,৫০০ টাকা,সাংবাদিকতার আই ডি কার্ড ছিনিয়ে নেয়। এ সময় সানি ও তার ছোট ভাই জনির চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায। স্থানীয় প্রসক্লাব রুপদিয়ার সাংবাদিকরা ঐ রাতেই সানিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এতে করে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিন্ন সহ ফোলা জখম হয়েছে।
এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসক্লাব রুপদিয়ার সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক সানির উপর হামলার ঘটনায় অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন যশোর বিভিন্ন সাংবাদিক সংস্থাসহ রুপদিয়া প্রেসক্লাবের উপদেষ্টা আলমগীর কবির,সভাপতি রবিউল খান, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ,সহ-সভাপতি আকতারুজ্জাামান, কোষাধাক্য শাহীন আলম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান নয়ন,প্রচার সম্পাদক ইমরান খান,সদস্য আজিম বিশ্বাস,মাছুদ পারভেজ,আজিজুর রহমান,রিয়াজ উদ্দিন তুহিন,অব্দুল মজিদ,শান্ত,আলামিন সহ নেতৃবৃন্দ।