৭দফা দাবীতে যশোরে মানব বন্ধন ও সড়ক অবরোধ

পিবিএ,যশোর: যশোরের শার্শার নাভারনে স্কুল ছাত্রীর পা বিচ্ছিন্ন্যের ঘটনায় ৭ দফা আদায়ের দাবীতে শনিবার সকালে নাভারন সাতক্ষিরা মোড়ে মানব বন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষদ্ধ শিক্ষার্থীরা। এসময় মানব বন্ধন ও সড়ক অবরোধে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ফলে যশোর বেনাপোল মহা সড়কে শহস্রাধিক যান আটকা পড়ে। দূর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। আমদানি-রফতানি পন্য পরিবহন বন্ধ হয়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষে শিক্ষার্থীদের সড়ক অবরোধ থেকে সরাতে চেষ্টা চালাচ্ছেন

উল্লেখ্য,২০ মার্চ সকালে নাভারন বালিকা বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা জিপ কারের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয় স্কুল ছাত্রী নিপার। এসময় ভ্যান চালক সহ দুইজন আহত হয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গাড়ীতে আগুন ধুরিয়ে দেয়। এসময় সড়কে টায়ার জালিয়ে অবরোধ করে রাখে তারা।

পিবিএ/এনইউ/হক

আরও পড়ুন...