যশোর কারাগারে কয়েদীর মৃত্যু

পিবিএ,যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দ-প্রাপ্ত আব্দুল মজিদ (৫০) নামে একজন কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার সকালে কারাগারেই তার মৃত্যু হয়। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন দ-প্রাপ্ত ছিলেন।মজিদ যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার মোজাম ড্রাইভারের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দ-প্রাপ্ত আব্দুল মজিদ (৫০) নামে একজন কয়েদির মৃত্যু হয়েছে
যশোর কেন্দ্রীয় কারাগার

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, ২০১৭ সালে ১১ অক্টোবর একটি হত্যামামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মজিদ কারাগারে আসেন। তার কয়েদি (নম্বর ১৩৮৪/এ)। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। রবিবার সকাল দশটার দিকে হঠাৎ তিনি অসুস্থ্য হলে তাকে কারাগার থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা.শফিউল্লাহ সবুজ তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন,হাসপাতালে আসার আগেই ওই বন্দি কয়েদীর মারা যান। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত করে জানা যাবে।

 

পিবিএ/জেএইচ/আরআই

আরও পড়ুন...