যশোর পৌরসভার আয়তন ও সীমানা বৃদ্ধির ঘোষণা মেয়রের


পিবিএ,যশোর: যশোর পৌরসভার আয়তন ও সীমানা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। এর পাশাপাশি তিনি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুজিব সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা কথা জানিয়েছেন। এ ছাড়া নীল রতন ধর রোডে ডিভাইডার বসিয়ে এর মাঝখানে গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন করার কথা বলেছেন তিনি।
যশোর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের উপর নাগরিকদের মতামত গ্রহনের জন্য আয়োজিত উন্মুক্ত বাজেট প্রকাশ অনুষ্ঠানে উন্মুক্ত বাজেট প্রকাশ অনুষ্ঠানে যশোর পৌরসভা নিয়ে এসব কর্ম পরিকল্পনা তুলে ধরেন পৌর মেয়র।

বৃহস্পতিবার যশোর পৌরসভার সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি-সনাকের সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ এই উন্মুক্ত বাজেট প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জানানো হয়, এবারের বাজেটে বিভিন্ন খাতের আয় ধরা হয়েছে ১৩৫ কোটি ৫৮ লাখ ৫৩ হাজার ৩০ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১৩৫ কোটি ৫৫ লাখ৫৩ হাজার ৬৭ টাকা। আর উদ্বৃত্ত ২ লাখ ৯৯ হাজার ৯৬৩ টাকা ধরা হয়েছে। অনুষ্ঠানে পৌরমেয়র বাজেটে কোন ধরণের বর্ধিত করারোপ করা না করার কথা বলেছেন।

এছাড়া এতে লাল দীঘীর আরো দৃষ্টিনন্দন করে সকলের ব্যবহার উপযোগী করার কথা বলা হয়ে। এদিকে এবারের বাজেটে শহর বর্জ্যমুক্ত ও মশক নিধনের জন্য পর্যাপ্ত রাখার কথা জানানো হয়। এছাড়া দরিদ্র, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য পৌর তহবিল থেকে বৃত্তি ও আর্থিক অনুদান, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য বাজেট বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। শহরের যেসকল এলাকায় এখনো সড়কবাতি নেই সেখানে সড়কবাতির জন্য বরাদ্দও রাখা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সনাক যশোরের সভাপতি অধ্যাপক সুকুমার দাস। স্বাগত বক্তব্য দেন পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

এসময় পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন পৌর সচিব আজমল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক যশোরের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এ. এইচ. এম. আনিসুজ্জামান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম উদ দৌলাহ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জিএম ইকবাল হোসেন, যশোর সদর উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সেতারা খাতুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক প্রথম

যশোর আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন প্রমুখ।
উন্মুক্ত বাজেট প্রকাশ অনুষ্ঠানে বলা হয়েছে, এবারের বাজেটে বস্তি উন্নয়নের জন্য ৪ কোটি, মশক নিধনের জন্য ১২ লক্ষ এবং বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষনের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...