যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ২৭ করোনা পজিটিভ শনাক্ত

JUST

মোসাব্বির হোসাইন,যবিপ্রবি প্রতিনিধি: নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে শনিবার যশোর, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলার ৬৬ টি নমুনা সরবরাহ করে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনগণ। এর মধ্যে ২৭ টি নমুনার ফলাফল করোনা পজিটিভ এসেছে। ২৬ এপ্রিল রবিবার যবিপ্রবির জিনোম সেন্টারের পরিচালক ও উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, “যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি, ঝিনাইদহের ১৫ টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪ টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টি সহ মোট ৬৬টি নমুনার মধ্যে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।”
এর আগে বৃহষ্পতিবার ও শুক্রবার যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার ৯৫ টি নমুনা সরবরাহ করে সংশিষ্ট জেলার সিভিল সার্জনগণ। এর মধ্যে ১২ টি নমুনার ফলাফল করোনা পজিটিভ এসেছে।

এর আগে যবিপ্রবির জিনোম সেন্টারে বুধবার ৬ষ্ঠ দিনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ৬ জন রোগী। এছাড়া যশোরে ২ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে ১ জন ও মাগুরায় একজন রোগী শনাক্ত হয়েছিল। বুধবার ৭ জেলা থেকে ৮৬টি নমুনা পাঠানো হয়েছিল। এদের মধ্য থেকে পরীক্ষার পর ওই রোগী শনাক্ত হয়েছে।

আর মঙ্গলবার ৫ম দিনে জিনোম সেন্টারে ৬৫ নমুনা পরীক্ষায় ১৩ জন কোডিভ-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে ৫ জন। এদের মধ্যে ৪ জন চিকিৎসক ছিলেন। এছাড়া যশোরে ৪ জন, কুষ্টিয়ায় ২ জন, মাগুরা ও মেহেরপুরে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়। যবিপ্রবিতে বৃহত্তর যশোরসহ ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...