যাত্রাবাড়ীতে ৮৬০ বোতল ফেন্সিডিলসহ কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৮৬০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- আব্দুল কাদের (৩৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ব্যাকডালার মধ্য থেকে চারটি বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় মোট ৮৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...