যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, জহিরুল ইসলাম ওরফে জহির (৩২), মো. ইউসুফ আলী (৩২), মো. মিরাজ মোল্লা(৩৫, সাইফুল ইসলাম (৩৮), মোছা: মরিয়ম আক্তার ওরফে জেরিন (৩০), মোছা: রাবেয়া (৬০)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ডিবির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবীর সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত কবীর সোয়েব, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী সাকিনস্থ বায়তুশ শারফ জামে মসজিদের সামনে থেকে একজন এবং যাত্রাবাড়ী মোড় এর পাশে পাবলিক টয়লেটের সামনে হইতে পাঁচজনসহ মোট ছয় জন আসামী গ্রেফতার করে এবং তাদের দখল হতে সর্বমোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...