পিবিএ,ঢামেক: রাজধানীর যাত্রাবাড়ি পাড় গেন্ডারিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হযরত আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে ৪০ টির মত মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
গতরাত সোয়া ২ টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ৩ টায় মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, রাতেই আমাদের কাছে সংবাদ আসে পাড় গেন্ডারিয়া এলাকায় কিছু সন্ত্রাসি অবস্থান করছে। পরে ওইখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ করে ককটেল ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে হযরত আলী গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। বাকিরা পালিয়ে যায়। পরে হযরত আলীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, হযরত আলীর বিরোদ্ধে মাদকসহ ৪০ টির মত মামলা রয়েছে। তার স্ত্রী রহিমা ও সে ওই এলাকার মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ করতো। রহিমা এখন ভারতে আছে।
অভিযানের সময় হযরত আলীর কাছ থেকে ১১পিস ইয়াবা ও অবিস্ফোরিত ককটেল, চাপাতি ও ছোড়া উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের এএসআই সালাম ও কং জাহের আহত হয়েছে। তাদেরকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি কাজী ওয়াজেদ আলী।
পিবিএ/এইচএ/জেডআই