পিবিএ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চাঞ্চল্যকর বক্কর হত্যা মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি পারভেজ’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল (১১ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজাধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন নবীনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যাত্রাবাড়ী থানার মামলা নং- ১০৯, তারিখ- ১৭/০৮/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩২৬/৩০৭/৩০২/৩৪ দন্ড বিধি (চাঞ্চল্যকর বক্কর হত্যা) মামলার পলাতক আসামি মোঃ পারভেজ (২৮)-কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকাÐের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।