পিবিএ ঢামেক: রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালিতে যাত্রীবাহী বাস ধাক্কায় রিকশা আরোহী রুবেল চকিদার (২৮) নামের এক রঙ ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারী) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
শরিয়াতপুর জাজিরা উপজেলার ব্যাপারী কান্দী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে রুবেল। বর্তমানে রায়েরবাগ মেরাজনগর এলাকায় থাকতো। অবিবাহিত ছিলো সে। পেশায় রঙ ব্যবসায়ী ছিলো রুবেল।
নিহতর বড় ভাই আব্দুল মজিদ জানান, যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে বাজার শেষে রিকশা করে মেরাজনগর ফিরছিলো। পথে একটি যাত্রীবাহী বাস তাকে বহনকারী রিকশা ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আনারপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে রিকসা চালক ভাল আছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, কুতুবখালী মেইন রাস্তায় বাসের ধাক্কায় রুবেলের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
পিবিএ/এইচএ/ জেডআই