যাদুর শহর অবশেষে মানুষের বাগান

পিবিএ ডেস্ক: ছয় বছর আগে পরিচালক নূরুল আলম আতিকের ‘যাদুর শহর’ ধারাবাহিকে গান করে গানের দল চিরকুট। তার বেশ কয়েক বছর আগে থেকেই চিরকুটের পথচলা হলেও ‘যাদুর শহর’ গান দিয়ে দলটি শ্রোতাদের কাছে বেশি পরিচিত হয়ে ওঠে। দেশের সব জায়গায় বাজতে থাকে চিরকুটের গানটি। সেই নুরুল আলম আতিকের সঙ্গে আবার একটি গান করছে চিরকুট। এবার আর নাটকের জন্য নয়, এই পরিচালকের নতুন সিনেমায় গানটি ব্যবহৃত হবে।

নুরুল আলম আতিক এরই মধ্যে শেষ করেছেন মানুষের বাগান নামের একটি চলচ্চিত্রের শুটিং। ছবিটির সম্পাদনা এবং আবহসংগীতের কাজও শেষ। ছবিতে ‘মানুষের বাগান’ শিরোনামেরই একটি গান করছে চিরকুট। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ, যিনি ‘যাদুর শহর’ গানটির কথাও লিখেছিলেন। চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী বলেন, আমরা এখন গানটির সুর ও সংগীত তৈরির কাজ করছি। ব্যান্ডের সবাই মিলে আমরা কিছু ডেমো তৈরি করেছি। আবার ভাঙছি। সবকিছু চূড়ান্ত হলেই গানটিতে কণ্ঠ দেব আমরা।

সুমী বলেন, এখন পর্যন্ত সিনেমায় যে কয়টি গান করেছি আমরা, প্রতিটিই শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছে। বরাবরই আমরা গান তৈরির ক্ষেত্রে অনেক ভেবেছি, এবারের গানের ক্ষেত্রে তেমনটাই কাজ করছে। এই ছবির পরিচালক আতিক ভাইয়ের সঙ্গে আমাদের মানসিক বোঝাপড়া খুব চমৎকার। তাঁর কাজ সব সময় চিন্তার খোরাক জোগায়, এই ছবিও তেমন কিছু একটা হতে যাচ্ছে।

পরিচালক নুরুল আলম আতিক বলেন, চিরকুট ও আমাদের আগের কাজটি শ্রোতাদের ভালো লেগেছে। এই গানও তেমন কিছুই হবে বলে আশা করছি। এদিকে একটি কনসার্টে অংশ নিতে আগামীকাল শুক্রবার আগরতলায় যাচ্ছে চিরকুট। সেখানে এটি তাদের দ্বিতীয় সফর।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...