পিবিএ, নোয়াখালী : যান্ত্রিক ক্রুটি নিয়ে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল উপকুল এক্সপ্রেসের ২৯১৭ নং ট্রেনটি।
শুক্রবার সকালে নোয়াখালীর সোনাপুর থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা উপকুল এক্সপ্রেসের ২৯১৭ নং ট্রেনটি সকাল ৬টার সময় থামার কথা নোয়াখালী মাইজদী কোর্ট ষ্টেশন প্লাট ফরমে। কিন্তু ট্রেনটি ওই স্থানে না দাড়িয়ে ষ্টেশন থেকে অনেক দুরে ৬ মিনিটের সময় বশিরার দোকানের সামনে ক্রসিংয়ে গিয়ে দাড়ায়।
এসময় যাত্রীরা শোর চিৎকার শুরু করে। পরে ট্রেনের চালক কামাল উদ্দিন কামাল ট্রেনটি ওই স্থান থেকে ষ্টেশনে নিয়ে আসে এবং ৩৫ মিনিট বিলম্ভে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের যাত্রী লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর বাবু জানান, চালক সময় মত ট্রেনের নিয়ন্ত্রন করতে পারেনী। নিয়ম হচ্ছে ষ্টেশনে ডোকার আগে ট্রেনের হুইসেল বাজিয়ে আসার সংকেত দেন এবং সতর্ক করেন কিন্তু চালক তা করেনী। এরপরও যান্ত্রিক ক্রুটি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি আরো জানান এ বিষয়ে চালকের সঙ্গে কথা বললে তিনি তাকে জানিয়েছে ট্রেনের ব্রেক ভ্যাকুয়াম কাজ করেনী তাই ওই ঘটনাটি ঘটেছে।
এব্যাপারে যোগাযোগ করলে সোনাপুর ট্রেনের ষ্টেশন মাষ্টার ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হয়তো অতিরিক্ত গতির কারণে নিধারিত স্থানে ট্রেনটি দাড়াতে পারেনী। অনেক সময় বাতাসের পরিমান কম থাকলে ব্রেক ভ্যাকুয়াম কাজ করেনা। এতে আতঙ্কিত হবার কোন কারণ নেই বলে তিনি নিশ্চিত করেন।
তবে, যাত্রীদেও অভিযোগ চালক কামাল উদ্দিন ট্রেনের যান্ত্রিক ক্রুটি না সারিয়েই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে তাদেও মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পিবিএ/এমজেএ/এমএসএম