পিবিএ,পাবনা: স্বরাষ্টট্রমন্ত্রী আসাদুুুুজ্জামান খান কামাল বলেছেন, যারা আত্মসমর্পণ করেছেন তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দড়জা সব সময় থোলা থাকবে। তাদের জন্য সরকার সব ধরনের সুযোগ সুবিধা এবং আইনি সহায়তা দিবে যাতে করে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
আর যারা আত্মসমর্পণ করেন নাই তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিণী কঠোর ব্যবস্থা নিবে। স্বরাষ্ট্রমন্ত্রী পাবনা জেলা পুলিশের আয়োজিত ১৪ জেলার ৫৯৫ জন চরমপন্থি নেতাদের আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, যারা আত্মসমর্পণ করেন নাই তারা মনে করেন না যে পার পেয়ে যাব, কারণ বাংলাদেশের পুলিশ আগের মত নেই, পুলিশ অনেক চৌকশ এবং দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা গ্রামগঞ্জে সন্ত্রাস চালাবেন আর আমাদের পুলিশ এবং গোয়েন্দা বাহিনী চেয়ে চেয়ে দেখবে এটা কখনো হতে পারে না, সময় থাকতে আলোর পথে আসুন, আলোকিত জীবন গড়ুন।
আপনাদের পুনর্বাসনের জন্য এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু অর্থ এবং উপঢৌকন পাঠিয়েছেন সেটা দিয়ে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসার উপকরণ তৈরি করবেন।
অনুষ্ঠানে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।
বিশেষ অতিথি ছিলেন পাবনা -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. শামসুল হক টুকু এমপি।
সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরিফ ডিলু, রাজশাহী সিটি মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স,- পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন জলি,পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসন, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ১৪ জেলার মধ্যে পাবনায় বাবলু প্রামানিকের নেতৃত্বে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) এবং ইউসুফ ফকিরের নেতৃত্বে পূর্ব বাংলার সর্বহারা দলের ১৬০ জন চরমপন্থি সদস্যের ২৩ টি অস্ত্রসহ আত্মসমর্পন করে।
এ ছাড়া নাটোরের ৩৯ জন, সিরাজগঞ্জের ৮০ জন, রাজশাহীর ৭৪ জন, নওগার ৭০ জন, জয়পুরহাটের ৯২ জন, খুলনার ৩৫ জন, ফরিদপুরের ২৬ জন, রাজবাড়ীর ১৬ জন, বগুড়ার ১৫ জন, টাঙ্গাইলের ৪ জন, নড়াইলের ১ জন, যশোরের ৩ জন, সাতীরার ৫ জন ও চরমপন্থি আত্মসমর্পন করবে।
পিবিএ/এএইচ