‘যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তারা জনগণের ভয়ে পালিয়েছে’

পিবিএ,আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় ২৮ অক্টোবর ২০০৬ সালের আওয়ামী ফ্যাসিস্টদের লগি বৈঠার তান্ডবের প্রতিবাদে সারা দেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গনে এই প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল প্রতিবাদ সভায় যোগ দেয়।

উপজেলা জামায়াতে আমীর মোঃ ইউসুফ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওঃ এনামুল হক, জেলা সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন সাইফুল, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কাজী কামাল উদ্দিনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ।

নেত্রকোণা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা এনামুল হক বলেন, যারা এক সময় জামায়াতকে নিষিদ্ধ করেছিল আজকে তারা জনগণের ভয়ে পালিয়েছে। তিনি ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামীলীগ যে তান্ডব চালিয়েছিল তার নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন...