পিবিএ ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ক্ষমতাসীন কনজারভেটিব পার্টির সদস্যের চারদফা ভোটের পর মঙ্গলবার তাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। দেশটির সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সেই নিয়ম অনুযায়ী বুধবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বরিস জনসন।
যদিও বরিস জনসনের জয় প্রথম থেকেই অনেকটাই সুনিশ্চিত ছিল। শেষ পর্যন্ত বৃটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে প্রতিযোগিতায় যেতে হয়েছিল বরিস জনসনকে। সোমবার কনজার্ভেটিভ দলের এক লাখ ৬০ হাজার সদস্য দলীয় প্রধান নির্বাচনে ভোট দেন। এতে বরিস জনসন পেয়েছেন ৯২ হাজার ১৫৩ ভোট। অপরদিকে জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ ভোট।
পিবিএ/ইকে