পিবিএ, ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাজ্যে থেকে তারেক রহমানসহ সব দণ্ডিত অপরাধীদের ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেছেন বিদায়ী হাইকমিশনার অ্যালিসন ব্লেকের কাছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের সঙ্গে মঙ্গলবার (৫ মার্চ) ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক বিদায়ী বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া সব দণ্ডিত অপরাধীকে ফেরতের আহ্বান জানানো হয়েছে। ‘ব্লেকের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট করে আমরা কোনো অপরাধীর নাম নেইনি। তবে সেখানে আশ্রয় নেওয়া সব দণ্ডিত অপরাধীকেই ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি আমরা।’
ড. মোমেন আরো বলেন, বাংলাদেশে আগামীকাল (৫ মার্চ) উচ্চ পর্যায়ে সৌদি আরবের প্রতিনিধিদল আসছে। আমরা তাদের বেশ কয়েকটি খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানাবো। আমরা আশা করছি তারা বাংলাদেশে বড় ধরনের একটি বিনিয়োগ নিয়ে আসছে।
রোহিঙ্গা নিয়ে এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আবুধাবিতে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটি বিরাট ইতিবাচক পদক্ষেপ।
পিবিএ/জেডআই