পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রই ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা অতিক্রম করতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা অতিক্রম করার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এটা বুঝতে হবে যে, আগে যা হয়েছে তার স্বাভাবিক পরিণতি হচ্ছে আজকের ঘটনা।” একইসঙ্গে তিনি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়াকে আমেরিকার বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন। গতকাল (সোমবার) রিয়াবকভ মস্কোয় সাংবাদিকদের এসব কথা বলেন। ইরানের ওপর নজিরবিহীন যে চাপ সৃষ্টি করেছে আমেরিকা তারও নিন্দা করেন রিয়াবকভ।
এর আগে, গতকাল ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানান, তার দেশ সমৃদ্ধ ইউরেনিয়াম মুজদের সীমা বাড়িয়েছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুসারে ইরান এ পদক্ষেপ নিয়েছে। ওই ধারায় বলা হয়েছে, ইরান ৩০০ কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারবে তবে ছয় জাতিগোষ্ঠীর কোনো পক্ষ চুক্তি লঙ্ঘন করল ইরান সে সীমা মানতে বাধ্য থাকবে না।
পিবিএ/এএইচ