পিবিএ,ডেস্ক: ইরানের পক্ষ থেকে মার্কিন অবস্থানগুলোতে হামলার আশঙ্কা এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুদ্ধবাজ জন বোল্টন। তার দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি করার ফলে সে আশঙ্কা অনেকাংশে কমে গেলেও শেষ হয়ে যায়নি। যুক্তরাজ্য সফররত জন বোল্টন বৃহস্পতিবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইরানের সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই জানিয়ে বোল্টন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে ইরানের সরকার পরিবর্তন করতে চাননি এবং এখনও তা চান না। ট্রাম্প শুধু এ বিষয়ে নিশ্চিত হতে চান যে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না। চলতি সপ্তাহেই ইরানের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর প্রতিক্রিয়ায় ইরান কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করছে না দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু বছর আগেই পরমাণু অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহার ‘হারাম’ বা ধর্মীয়ভাবে নিষিদ্ধ বলে ফতোয়া দিয়েছেন। ইরান সরকার সর্বোচ্চ নেতার এ ফতোয়া মান্য করে চলছে।
পিবিএ/এইচটি