যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডল্যান্ডে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত

পিবিএ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডল্যান্ডে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২১ জন।

রোববার (০১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

মিডল্যান্ডের পুলিশ জানায়, শনিবার (৩১ আগস্ট) হঠাৎ এক ব্যক্তি গাড়ি নিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় পাঁচজন নিহত হন। আহত হন ২১ জন।

গত ৩ আগস্টে একই ধরনের হামলায় ২২ জন নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটছে।

ফেসবুকে পুলিশ কর্তৃপক্ষ জানায়, সন্দেভাজন বন্দুকধারী ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশের সংস্থাগুলো।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...