যুক্তরাষ্ট্রের শপিং মলে ভয়াবহ বিস্ফোরণে ২৩ জন আহত

পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শপিং মলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ফ্লোরিডায় ফাউন্টেন প্লাজা নামে শপিংমল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের জেরে শপিংমলটির একটা বড় অংশ পুড়ে যায়।

এতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি জিম। তীব্র বিস্ফোরণে উড়ে গিয়েছে শপিং মলের ছাদের একটি অংশ। এছাড়া মলের পাশে অনেক ছোটো দোকানেও আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।

খবরে বলা হয়েছে, শপিংমলে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের জানলার কাঁচ পর্যন্ত ভেঙে যায়। ঘটনার সময় অনেকেই মলের ভিতর ছিলেন। পরে দমকলকর্মীরো তাদের বের করে আনেন।

সূত্রের খবর, মলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাস লিক করেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই গ্যাস লিক হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...