পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে বিমান দুর্ঘটনায় ৯ আরোহীর সবার মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় ওয়াহু’তে এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের। হনলুলুর পুলিশ প্রধান ম্যানুলে নেভিস বলেন, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন লেগে যায় ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। রানওয়ের চেয়ে বেশ দূরে দুর্ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি। ম্যানুলে নেভিস আরও বলেন, ফ্লাইটটির বিস্তারিত জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা দেখেছে বিমানটি এয়ারপোর্টের দিকে ছুটে আসছিল।
পিবিএ/বাখ