যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ওই হামলায় আরেক বাংলাদেশিসহ আহত হয়েছেন ২ জন। স্থানীয় সময় সোমবার ভোরে নিউইয়র্কের জ্যামাইকা রিচমন্ড হিল এলাকার একটি নাইট ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ উদ্দিন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিনের ছেলে। আহত অন্য বাংলাদেশির বাড়ি সিলেটে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, নাইট ক্লাবের সামনে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়নাতদন্ত শেষে স্থানীয় সময় মঙ্গলবার নিহত শাহেদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...