যুক্তরাষ্ট্রে ৬. ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার সমন্বিত আন্তর্জাতিক সময় দুপুর ১টার পরপর ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর লস এঞ্জেলেসের ১৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, এই অঞ্চলে গেল কয়েক বছরের ভেতর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প চলাকালীন কমপক্ষে চারটি বড় ধরনের মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে।

এদিকে, ভূমিকম্পের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া লস এঞ্জেলেস বিমানবন্দরে ভূমিকম্প অনুভূত হলেও রানওয়ের কোনো অসুবিধা না হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, মধ্য লস এঞ্জেলেসে ভূমিকম্পটি কিছুটা সময় স্থির ছিল। এতে অন্তত কয়েক সেকেন্ডের জন্য শহরের বিল্ডিংগুলো হেলে-দুলে ওঠে। অন্য দিকে থেকে থেকে অন্তত ২৫ বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাশাপাশি ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...