পিবিএ,ঢাকা: ইঞ্জিন সংকট কাটাতে এবার যুক্তরাষ্ট্রের রেলওয়ে রোলিংস্টক নির্মাতা প্রতিষ্ঠান প্রোগ্রেস রেল লোকোমোটিভ ইনকরপোরেশনের কাছ থেকে ৪০টি ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন কিনছে রেলওয়ে। প্রতিটি ইঞ্জিনের দাম পড়ছে ২৮ কোটি ৭ লাখ টাকা। সম্প্রতি রেল ভবনে প্রতিষ্ঠানটির সঙ্গে ক্রয় চুক্তিও সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
৩ হাজার ২৫০ বিএইচপি ক্ষমতাসম্পন্ন এসব ইঞ্জিন ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে চলতে পারবে। প্রতিটি ইঞ্জিনের এক্সেল লোড ১৮ দশমিক ৮ টন। মাইক্রোপ্রসেসর কন্ট্রোল সিস্টেমের এসব ইঞ্জিন এসি-এসি পাওয়ার ট্রান্সমিশনে চলবে। সম্পূর্ণ স্টিল বডির এসব ইঞ্জিন সবচেয়ে পরিবেশবান্ধব বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে ও প্রোগ্রেস রেল লোকোমোটিভ ইনকরপোরেশনের কর্মকর্তারা।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রতিটি ইঞ্জিনের দাম পড়ছে ২৮ কোটি ৭ লাখ টাকা। এ হিসাবে ৪০টি ইঞ্জিনের দাম ১ হাজার ১২৩ কোটি টাকা বা ১৩৫ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে ইঞ্জিনগুলো সরবরাহ শুরু করবে প্রোগ্রেস রেল লোকোমোটিভ ইনকরপোরেশন। পরের এক বছরের মধ্যেই সব ইঞ্জিন রেলওয়ের বহরে যোগ দেবে।
রেলপথমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলসেবা দেশের ১৬ কোটি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এজন্য বাস্তবায়ন করা হচ্ছে বড় বড় প্রকল্প। আমরা চেষ্টা করছি বাংলাদেশ রেলওয়েকে যুগোপযোগী, আধুনিক ও সাধারণ মানুষের আস্থার বাহন হিসেবে গড়ে তুলতে। পাশাপাশি রেলওয়ে যেন দেশের ব্যবসা-বাণিজ্যে আরো অবদান রাখতে পারে, সেদিকেও গুরুত্ব দেয়া হচ্ছে। রেলওয়ে নিয়ে সরকারের যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা (মাস্টারপ্ল্যান), তা বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম ৪০টি ইঞ্জিন কেনার এ চুক্তিকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এর মাধ্যমে রেলওয়ের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পিবিএ/এফএস