যুগান্তরের সাংবাদিক আবু জাফরকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

পিবিএ, কুমিল্লা : আইসিটি মামলায় যুগান্তরের স্টাফ রিপোর্টার আবু জাফরকে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে। সোমবার সকাল সাড়ে দশটায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কুমিল্লার সাংবাদিক নেতারা বলেন, অন্যায় তুলে ধরতে গিয়ে আমাদের সহকর্মী আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং গ্রেফতারকৃত আবু জাফরের দ্রুত মুক্তি চাই।
এসময়,কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগান্তরের কুমিল্লা ব্যুরো আবুল খায়ের, একুশে টিভি স্টাফ রিপোর্টার হুমায়ূন কবির রনি, ডাক প্রতিদিনের সম্পাদক হাবীব জালাল, ব্যবস্থাপনা সম্পাদক এম সাদেক, বুড়িচং ব্রাহ্মণ পাড়া সম্পাদক সৈয়দ আহমদ লাভলু, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, জয়যাত্রা টিভির কুমিল্লা ব্যুরো দেলোয়ার হোসেন জাকির,পিবিএ কুমিল্লার প্রতিনিধি মনির হোসেন, এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার আজিজুল হক, সিটিভি নিউজ সম্পাদক ওমর ফারুকী তাপস, এস এ টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, বিজনেস বাংলাদেশের ব্যুরো আনোয়ার হোসাইন, দুর্নীতির সন্ধানে স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম প্রমুখ
পিবিএ/এমআই

আরও পড়ুন...