যুগের সাথে তাল মিলিয়ে চলছে সারা বিশ্ব। আর এ তাল মিলিয়ে চলতে গিয়ে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব খেলাধুলা। তাইতো বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা টিকিয়ে রাখতে প্রতিবছর বিভিন্ন পেশা ও নানা বয়সের মানুষ অংশ নেয় কাছি টান প্রতিযোগীতায়। ছবিটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর চতিলাবাজার সংলগ্ন উত্তর বিলডগা এলাকা থেকে তোলা। ছবি : পিবিএ/ মাছুদ রানা।