পিবিএ ডেস্ক: একদিন আগেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা নেই জানানোর পর আজ আবার দেশটির বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ মে) এক টুইটার বার্তায় তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে এলে ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে। সোমবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।
ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘যদি ইরান যুদ্ধ করতে চায় তাহলে আনুষ্ঠানিকভাবে দেশটির ইতি ঘটবে।’
যুক্তরাষ্ট্রকে কখনো হুমকি না দিতেও ইরানের নেতাদের সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মাত্র একদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাই তার নেই।
এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও তাদের মিত্রদের ওপর হামলা চালাতে পারে ইরান। তাই প্রস্তুতি হিসেবে সেই অঞ্চলে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে কম গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।
যদিও ইরান যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান তার জবাব দেবে।
পিবিএ/এএইচ