যুবকের পেটে ৩৩টি পেন! অস্ত্রোপচার করতে গিয়ে হতভম্ব চিকিত্সকরা

পিবিএ ডেস্ক: অত্যাশ্চর্য ঘটনাটি মধ্যপ্রদেশের ইশানগরে, বছর ত্রিশের যোগেশের পেটে অসহ্য ব্যাথা। সন্দেহ হওয়ায় এক্স-রে করে দেখতে বলেন চিকিত্সক। এক্স-রে এর ছবি হাতে পেয়েই চোখ কপালে ওঠে চিকিত্সকদের। পেটের ভিতরে গিজগিজ করছে পেন, ব্লেড, তারের টুকরো। তড়িঘড়ি অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। অপারেশনে পেট থেকে বের হয় ৩৩টি ধারালো বস্তু। অপারেশন শেষে এখন অবশ্য সুস্থ যোগেশ।

ছোট থেকেই পেন, ব্লেড, তার ইত্যাদি গিলে খাওয়ার বাতিক ছিল যোগেশের। দীর্ঘ দিন ধরে সেই পেন, ব্লেড, তার জমতে থাকে পাকস্থলীতে। পেটে গিজ গিজ করতে থাকা ছুঁচালো জিনিসের ব্যাথায় অস্থির হয়ে ওঠে সে। শেষমেশ থাকতে না পেরে চিকিত্সকের কাছে যায় সে। আর তার পরেই চক্ষু চরকগাছ হয় চিকিত্সকদের।

পিবিএ/ইকে

আরও পড়ুন...