পিবিএ,মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে পাওনা টাকা চাওয়ায় শহিদুল্লা (৬৫) নামে এক বৃদ্ধ খুন করেছে করিম নামের এক যুবক । সোমবার দুপুরে কাউওয়ারগলা গ্রামে ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার আদমপুর ইউনিয়নের কাওয়ারগলা গ্রামের শহিদুল্লাহ (৬৫) একই গ্রামের প্রতিবেশী জমির উদ্দীনের ছেলে করিম মিয়াকে টাকা ধার দেন। নির্ধারিতসময় টাকা ফেরৎ না দেয়ায় সোমবার সকালে করিম মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী আমির উদ্দীন ও করিম মিয়া মিলে বৃদ্ধ শহিদুল্লাকে মারধর করে। এতে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার ডাঃ আজিজুর রহমান বুদ্ধ শহীদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে পিবিএ’কে বলেন, নিহতের লাশ হাসপাতাল হতে মর্গে প্রেরণ করা হয়েছে । দোষী ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পিবিএ/এএম/হক