যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামালপুরে তিন গ্রুপের নানা কর্মসূচি

রাজন্য রুহানি,জামালপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে পৃথক তিনটি গ্রুপে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়, দয়াময়ী মোড় ও শিল্পকলা একাডেমি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পিংটির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আতিকুল রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুবদলের সাবেক নেতা খন্দকার আহসুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লুকমান আহমেদ লোটন, যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন প্রমুখ।

এদিকে, শহরের শিল্পকলার সামনে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান কায়ছারের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, শহর ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুমন প্রমুখ।

অপরদিকে, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. হাসান সরোয়ার মঞ্জুর নেতৃত্বে শহরের দয়াময়ী মোড়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান।

 

আরও পড়ুন...