যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার

 

পিবিএ, দিনাজপুর: দিনাজপুরে প্রায় ১৪ বছর পর বহু প্রতীক্ষিত জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার ২ মে অনুষ্ঠিত হবে। তবে এক যুবলীগ নেতার আশংকা এ জেলা আওয়ামী যুবলীগের কাউন্সিল ভুন্ডুল করার চেষ্টা করছে আওয়ামীলীগের একটি অংশ। তার দাবী জেলা আওয়ামী যুবলীগের কাউন্সিলে কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করছে। আওয়ামীলীগের যে অংশ যুবলীগের কাউন্সিল ভুন্ডুল করার চেষ্টা করছে তারাও একটি প্যানেলকে সমর্থন দিয়েছে। তবে তাদের প্যানেল হেরে যাওয়ার সম্ভবনা অনেকাংশ তাই তারা ২ মে তারিখে অনুষ্ঠিতব্য জেলা যুুবলীগ কাউন্সিল ভুন্ডুলের পায়তারা করছে। দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগের কাউন্সিলকে কেন্দ্র করে দিনাজপুর শহরে পোস্টার, বিলবোর্ড ও কাউন্সিলরদের মধ্যে সখ্যতা সৃষ্টির জন্য কাউন্সিলরদের বাড়ী যাচ্ছে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটিতেই কাউন্সিলরা ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরে নিচের ইচ্ছামত করে ১০১ জনের পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় যুবলীগের দপ্তরে পাঠানো হবে।

কমিটি সূত্রে জানা গেছে, আওয়ামী যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে জেলা সদর সহ ১৩টি উপজেলায় চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দিনাজপুরে এ সম্মেলন ও কাউন্সিলে সমগ্র জেলার মোট ৪২১ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৩ বছরের জন্য জেলা আওয়ামী যুবলীগ তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সম্মেলন উদ্বোধন করবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এবারে জেলা যুবলীগের কাউন্সিলে সভাপতি পদে ৩ জনসহ মোট ৫ জন প্রার্থী প্রচারণায় অংশ নিচ্ছেন । সাধারণ সম্পাদক পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদ্বন্দ্বীকারী সভাপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন ঐতিহ্যবাহী ছাত্রলীগের পরপর দুবারের সফল ও এগিয়ে সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান লতিফ সেতু, জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সমর্থিত হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, রাশেদ পারভেজ ও জাকির হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সমর্থিত রবিউল আলম রবু, জেলা ছাত্রলীগের সাবেক দুই দুই বারের সফল সাংগঠনিক সম্পাদক দিনাজপুরবাসীর আস্থাভাজন মামুন-উর রশিদ, জেলা যুবলীগের আনোয়ার হোসেন, সাদেকুর রহমান টুটুল ও সাইফুল ইসলাম ম্যাঙ্গো। কাউন্সিলররা এ কাউন্সিলকে ঘিরে ব্যাপক প্রচারনায় উৎসাহ ও উদ্দীপনা উপভোগ করছে।

এদিকে সরেজমিনে দেখা গেছে, জেলা যুবলীগের কাউন্সিলে সভাপতি হিসেবে সৈয়দ সোহেল হোসেনকে দেখতে চায় নেত্রীবৃন্দ। তিনি রাজনৈতিক জীবনে অনেক কষ্ট ও পরিশ্রম করে বর্তমানে নেতাকর্মীদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। অপরদিকে দলীয় সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক প্রার্থী মামুন-উর রশিদ এগিয়ে রয়েছেন। তবে এবার সাধারণ সম্পাদক হিসেবে মামুন-উর-রশিদ এর বিজয় নিশ্চিত বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।

পিবিএ/এমআর/হক

 

আরও পড়ুন...