পিবিএ,পীরগঞ্জ (রংপুর): জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। শনিবার (১৫ আগস্ট) এই আয়োজনের ১৫তম দিন ছিল। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, কারওয়ান বাজার পার্কের মাঠ ও যুবলীগ পার্টি অফিসের সামনসহ দেশব্যাপী প্রতিদিন এই রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
এর আগে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই কর্মসূচি ঘোষণা করেন। যুবলীগ চেয়ারম্যান এর নির্দেশে গত ১লা আগস্ট এ কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। সারাদেশে যুবলীগের প্রতিটি ইউনিট এই কর্মসূচি পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পথশিশু ও ভবঘুরে মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার, যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মো. শামছুল আলম অনিক, যুবলীগের এস এম জাবেদ হোসেন লাভলু, যুবলীগ নেতা সফিউল আলম প্রধান কমল, মেহেরুল হাসান সোহেল, মাহবুব আল গনি সোহেল, আজিজুর রহমান, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, শেখ সালেহ উদ্দিন ড্যানিয়েল, জাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহনাজ করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আকরাম হোসেন, ড. মোস্তাফিজার রহমান, ড. মো রায়হান সরকার রেজভী, ইব্রাহিম মিয়া প্রমুখ।
পিবিএ/শাহ্ মোঃ রেজাউল করিম/এসডি