যেখানে পানির অভাবে ছটফট করে মারা যাচ্ছে অসংখ্য প্রাণী (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিখ্যাত আলোকচিত্রী মার্টিন হার্ভে বতসোনায়া থেকে কিছু ভিডিও ধারণ করেছেন। সেখানে তিনি কিছু ছবিও তুলেছেন। পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেই ভিডিও ও ছবি প্রকাশ করেছেন তিনি।

সেসব দেখে বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। গাছ না থাকার ফলে পরিবেশ কী ধরনের হুমকির মুখে পড়তে পারে, সেটা উঠে এসেছে ছবি আর ভিডিওতে। হাড় হিম করা ভিডিওতে দেখা গেছে, প্রাণীদের অতিকষ্টে শেষ পরিণতি।

ভিডিওতে আরো দেখা গেছে, পানির অভাবে আফ্রিকার প্রাণ-প্রকৃতি কীভাবে, কতটা নির্মমভাবে দমবন্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছে।

হার্ভে জানিয়েছেন, বতসোয়ানার লেক নগামি থেকে ওই ভিডিও ধারণ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, তাপমাত্রা বেড়ে যাওয়া এবং অনাবৃষ্টির কারণে নগামিতে পানির স্তর নিচে নেমে গেছে।

ফলে সেখানে অসংখ্য প্রাণী কাদায় আটকে যাচ্ছে। তারপর একপর্যায়ে মারা যাচ্ছে। অথচ সেখানে শকুনরা ঘোরাঘুরি করছে স্বাচ্ছন্দ্যে। বিশেষজ্ঞদের হতাশার জায়গা হলো, এরকম পরিস্থিতি চলতে থাকলে সেখানে শকুন ছাড়া আর কোনো প্রাণীই বেঁচে থাকতে পারবে না।

ভিডিওটি দেখতে পারেন

https://www.facebook.com/martin.harvey.73/videos/2612826375435688/

পিবিএ/এমএসএম

 

আরও পড়ুন...