বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’ নিয়ে ভক্তদের যেন উত্তেজনার শেষ নেই। অপেক্ষা আর মাত্র দুই সপ্তাহের, তারপরই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। এরইমধ্যে সিনেমাটিকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে শাহরুখ ভক্তদের উন্মাদনা।
সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। মুভিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ‘জওয়ান’ সারা বিশ্বে ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। আগামী ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার (৮ সেপ্টেম্বর) । কারণ শুধুমাত্র দুই ঈদ ব্যতীত বাংলাদেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তির নিয়ম নেই।
‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও ‘রংধনু গ্রুপ’ সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য আবেদন করেছিল। ইতোমধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান দাবি করছে সিনেমাটি বাংলাদেশে আমদানি করার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।
প্রসঙ্গত, এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।