পিবিএ ডেস্ক: স্বামী রোশন সিংয়ের অদ্ভূত একটি ভিডিও শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ভিডিওটা দেখলে যে কেউ শিউরে উঠবেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুখের মধ্যে আস্ত একটা কুকুর ছানার গোটা মুখের ভেতর ঢুকিয়ে নিচ্ছেন রোশন।
শুক্রবার ভিডিওটি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন– ‘এমনটি শুধু তুমিই পার। শ্রাবন্তীর ভেরিফায়েড ইনস্টাগ্রামে ভিডিওটি পাস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। তবে রোশনের এমন কাণ্ডকে নোংরা বলে সমালোচনা করেছেন অনেকেই।
কেউ কেউ বলছেন, এমনি তো আর করোনাভাইরাস হচ্ছে না!
কৌশিক নামের একজন লিখেছেন, ‘বুড়ো বয়সে যত্তসব ন্যাকামি। অনেকেই রোশনের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন। মাঝে মধ্যেই বিভিন্ন জন ব্যক্তিগত ছবি ও ভিডিও ভক্তদের জন্য শেয়ার করেন এই অভিনেত্রী।
কখনও রোশনের সঙ্গে কোনো মুহূর্ত, কখনও আবার ছেলে ঝিনুকের সঙ্গে কোনো ছবি। কখনও আবার মায়ের কাছে আদুরে মেয়ে হিসেবে নিজের কোনো ছবি পোস্ট করেন।
পিবিএ/বিএইচ
https://www.instagram.com/p/B8QyCXRBgLa/?utm_source=ig_embed