পিবিএ ডেস্ক: যখন আপনি নিজের সম্ভাবনাকে তুলে ধরতে চান, ঠিক ঐ মুহূর্ত থেকে আপনাকে কাজে লেগে যেতে হবে। এটি যেমন আপনার ধৈর্য্যর পরীক্ষা নেবে তেমনি আপনি এর ফলাফলও পাবেন। এর জন্য আপনাকে পরিকল্পনার সাথে চিন্তা করে এগুতে হবে। আপনি যখন আপনার নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন ঠিক তখন থেকে সফলতা আপনাকে স্পর্শ করতে শুরু করবে।
নিজের কাছে নিজের নতুন রূপ তুলে ধরুন :
যদিও এই কাজটি কঠিন তবুও আপনার চেষ্টা সফলতার দুয়ার পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে যে কোন বিষয়গুলো আপনাকে সামনে যেতে আগ্রহী করে এবং কোন বিষয়গুলো নয়। এক্ষেত্রে আপনার নিজের উপর নিজের নিয়ন্ত্রণ আনা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে যেভাবে দেখতে চান তার প্রতিরূপ নিজের সামনে তুলে ধরুন। আপনি যদি ভালো গান বা নাচ পারেন তবে তা আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন। যে কাজগুলো সবচেয়ে ভালো করতে পারেন তা একটি খাতায় লিখে রাখুন।
নিজের জন্য লক্ষ্য স্থির করুন :
লক্ষ্য স্থির না করলে আপনি কখনই সফলতার মুখ দেখতে পারবেন না। এ জন্য যা যা করতে পারেন-
১. আপনি কি চাচ্ছেন তার একটি তালিকা তৈরি করুন।
২. বাস্তবে আপনার পক্ষে তা সম্ভব কি না মিলিয়ে নিন।
৩. নিজের উপর বিশ্বাস রাখুন, এটি আপনাকে দিয়েই কেবল সম্ভব।
৪. নিজের লক্ষ্যকে সবসময় স্পষ্ট রাখুন নিজের কাছে।
নিজের লক্ষ্যর দিকে কাজ করুন :
একটি খসড়া তালিকা তৈরি করুন এটা দেখার জন্য যে আপনি আপনার লক্ষ্যের দিকে কতটুকু করে এগুচ্ছেন। কাজ করার সময় ফলাফলের প্রতি চিন্তা করবেন না। কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকুন।
অনুপ্রেরণা খুঁজে বের করুন :
আপনার যে কাজটি করতে ভালো লাগে সেই কাজটির প্রতি মনোযোগ দিন। যেমন গান শোনা, প্রকৃতির সাথে সময় কাটানো, ছবি আঁকা। আপনার করা সবচেয়ে ভালো কাজগুলো খাতায় টুকে রাখুন, এটি পরবর্তিতে আপনাকে অনুপ্রেরনা যোগাবে। আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
ছোট ছোট লক্ষ্য তৈরি করুন :
বড় লক্ষ্য তৈরি করে তাতে যদি ব্যর্থ হন তবে প্রথমেই মন ভেঙ্গে যাবে, তাই প্রথম পর্যায়ে ছোট ছোট লক্ষ্যকে কেন্দ্র করে কাজ শুরু করুন। এতে আপনার মনবল বৃদ্ধি পাবে। আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে।
আত্মবিশ্বাসী হোন :
আত্মবিশ্বাস আপনাকে কঠিন থেকে কঠিন কাজ করিয়ে নেবে। এজন্য নিজেকে সর্বদা তৈরি রাখুন। এই ক্ষেত্রে নিজেকে কারো সাথে তুলনা করবেন না। মনে রাখবেন আপনিই সেরা। সবসময় ভালো কিছু চিন্তা করুন।
পরিবর্তনকে গ্রহণ করুন :
যেকোনো কিছুই পরিবর্তনশীল, এটি আপনাকে মেনে নিতেই হবে। পরিবর্তনকে মাথায় রেখে সামনে এগিয়ে চলুন। এটি আপনাকে নতুন নতুন অনেক কিছু শেখাবে।
পিবিএ/ইকে