পিবিএ ডেস্ক: শীত মানেই একটার পর একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হয়। সবসময় পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না অনেকেরই। এদিকে সাজগোজটা মনের মত না হলে অনুষ্ঠানের আনন্দই মাটি। তাই রইল কিছু টিপস যাতে নিজেই ঘরে বসে মেকআপ করে পেতে পারেন পার্লারের লুক।
– প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার শুষ্ক ত্বক হলে হালকা করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারেন।
– প্রথমে সামান্য লিকুইড ফাউন্ডেশন একটি ব্রাশ দিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন। ভাল ভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন।
– মোটা ব্রাশের সাহায্যে ফিনিশিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিন।
– ব্লাশন প্যালেট দিয়ে কন্টোরিং করে নিন। গাল এবং কানের মাঝ বরাবর থেকে টেনে ব্রাশ দিয়ে কন্টোরিং করুন। কন্টোরিংয়ের জন্য ডার্ক ব্রাউন ব্লাশন বেছে নিন।
– এরপর লুজ পাউডার দিয়ে হালকা টাচআপ করে নিন। এতে কন্টোরিংয়ে সামঞ্জস্য বজায় থাকবে। হাল্কা পিঙ্ক অথবা ব্রাউনিশ কালার ব্লাশন দিয়ে গাল হাইলাইট করুন।
– চোখের মেকআপের ক্ষেত্রে ব্রাউন আইশ্যাডো ব্যবহার করুন। হাল্কা রঙের আইশ্যাডো চোখের হাইলাইটে দিন। এবার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে চোখের ত্বকের সঙ্গে মিলিয়ে নিন।
– আইলাইনার দিয়ে চোখ এঁকে নিন। চোখের সাজ পরিপূর্ণ করতে গাঢ় করে মাশকারা ব্যবহার করুন। চাইলে নকল আইল্যাশ ব্যবহার করতে পারেন।
– আইব্রো পেনসিল দিয়ে ভ্রু এঁকে নিন। এবার ব্রাউন কালার আইব্রোশ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন।
– পছন্দসই লিপস্টিক দিয়ে ঠোঁট এঁকে নিন।
– চুলের জন্য পছন্দসই হেয়ারস্টাইল বেছে নিন। শেষে স্প্রে দিয়ে সেট করে নিন। এতে চুলের সেটিং দীর্ঘসময় ভালে থাকবে।
কোথাও মেকআপ বেশি হলে ফাউন্ডেশন অথবা ফিনিশিং পাউডার দিয়ে ভালো করে সেট করে নিন। পার্টিতে নজর কারতে আর বেশি কিছু দরকার নেই। হয়ে উঠুন অনন্যা।
পিবিএ/জেআই