যেভাবে বিমান ছিনতাইকারীকে আটক করলো পুলিশ

পিবিএ,চট্রগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী আটক। রবিবার রাতে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (বন্দর ডিভিশন) আরেফিন জুয়েল জানান, আমরা সন্দেহভাজন ব্যক্তি আটক করেছি। যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।

তবে সন্দেহভাজন ব্যক্তি অস্ত্রধারী কি-না বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান আরেফিন জুয়েল।
এর আগে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা হলে, জরুরি অবতরণ করে ফ্লাইটটি। আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্যে উড়োজাহাজটি থেকে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বিজি-১৪৭ নং ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

পিবিএ/জেআই

Posted in top

আরও পড়ুন...