যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

পিবিএ ডেস্ক: হোয়াটসঅ্যাপ কিছু পুরানো অপারেটিং সিস্টেমের ফোনে পরিষেবা বন্ধ করে দিতে চলেছে। অ্যাপলের পুরানো অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ কাজ বন্ধ করে দেবে বলে জানানো হয়েছে। আইওএস ৯ এবং তারও আগের আইফোন ফোনগুলোতে আর চলবে না হোয়াটসঅ্যাপ।

একই সমস্যার মুখোমুখি হবেন অ্যানড্রয়েড ব্যবহারকারীরাও। অ্যানড্রয়েড ভার্সন ৪.০.৩ এর নিচে যেসব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে, সেই সমস্ত স্মার্টফোনে এবার বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

এদিকে, কোনও সমস্যা ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে আপনাদের হোয়াটসঅ্যাপের অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে। অ্যাপল হোক বা অ্যানড্রয়েড ফোন উভয় ফোনেরই অ্যাপ স্টোর/প্লে স্টোর থেকে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...