যে উপায়ে এক মিনিটেই ঘরের সব ইঁদুর মরবে (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: ইঁদুরের যন্ত্রণায় নাজেহাল পুরো বাড়ি! এদের কারণে ঘরে জিনিসপত্র রাখাই দায়। রান্নাঘরেই এরা বেশি বসবাস করে থাকে। কখনো জামা কাপড় কেটে আবার কখনো কাগজপত্র ছোট্ট দাঁত দিয়ে কুটিকুটি করে থাকে ইঁদুর।
কখনো ইঁদুর মারা মেশিন আবার বিষ দিয়েও এদের থেকে মুক্তি মেলে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হয়ে মাত্র এক মিনিটেই কীভাবে ইঁদুরের বিনাশ করা যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় বালতিতে পানি ভরে নেয়া হলো। তারপর একটি বড় বেলুন ফুলিয়ে সেটা পানির উপরে পুরোটা ঢেকে বসিয়ে দেয়া হয় ৷ এবার এই বেলুনের চারপাশ দিয়ে শস্যদানা ঢেলে দিতে হবে। এবার ইঁদুররা যাতে সেই বালতির খাবার পর্যন্ত সহজেই যেতে পারে তার জন্য একটি রেক্লাইনার লাগানো হলো ৷ এখন অপেক্ষা ৷

খাদ্যকণার গন্ধ পেয়ে একে একে কোণা থেকে সব ইঁদুর বেরিয়ে হাজির হবে বালতির কাছে ৷ এরপর সব ইঁদুর যখন ওই বেলুনের ওপর চেপে বসবে তখনই ফেটে যাবে বেলুনটি। সঙ্গে সঙ্গে সবগুলো ইঁদুর বালতির পানির মধ্যে পড়ে যাবে।

পিবিএ/এমএসএম

https://www.facebook.com/Bengalistarjalshaserial24/videos/633389547409199

আরও পড়ুন...