যে কারণে খোলামেলা যৌন দৃশ্যে অভিনয় করবেন না রাখি সায়ন্ত

পিবিএ ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ে না বলিউড অভিনেত্রী রাখি সায়ন্তের। নানান কাণ্ডের কারণে তিনি সবসময় থাকেন খবরের শিরোনামে। মিটু আন্দোলনের সময়ও মিডিয়া উত্তাল করে রেখেছেন তিনি। খাম খেয়ালি খোলামেলা পোশাক পরে নানা অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তাকে। সিনেমাতে বহুবার তাকে দেখা গেছে অন্তরঙ্গ দৃশ্যে। সেই রাখিই এবার বলছেন অন্য কথা। নিজেকে বদলে ফেলার ঘোষণা দিয়েছেন এই নায়িকা। তার মুখে এমন কথা শুনে অনেকে চমকে গেছেন। অনেকে বলছেন মিডিয়ার সামনে নিজেকে মেলে ধরার জন্য সুর পাল্টেছেন রাখি।

আসল ঘটনাটি হলো, সম্প্রতি রাখি ঘোষণা দিয়েছেন, আর সিনেমার পর্দায় যৌন দৃশ্যে অভিনয় করবেন না তিনি। এমনকী, কোনও নায়ককে তিনি চু*মুও খাবেন না। হঠাৎ এই অভিনেত্রীর বদলে যাওয়ার কারণ হলো লন্ডনের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। বরের ছবি সামনে না আনলেও, বিয়ের সাজ থেকে শুরু করে হানিমুনের ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন রাখি৷ এখন দেখার বিষয় সত্যিই বদলাচ্ছেন নাকি ফাঁকা বুলি ছাড়লেন রাখি সাওয়ান্ত।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...