পিবিএ ডেস্ক: অনেকদিন আগ থেকেই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। কিন্তু চূড়ান্ত না হওয়ায় সংবাদটি দিতে পারিনি। ক’দিন আগেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম ‘ইয়েস ম্যাডাম’। নারীর প্রধান গল্পের ছবি এটি। এতে আমি অ্যাকশন লেডি হিসেবে অভিনয় করব। দর্শক আবারও আমাকে অ্যাকশন লেডি হিসেবে দেখতে পাবে।’’ এভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি।
রকিবুল আলম রকিবের পরিচালনায় আগামী ১ নভেম্বর থেকে ‘ইয়েস ম্যাডাম’ ছবির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। এটি প্রযোজনা করছে টুঙ্গীপাড়া চলচ্চিত্র নামের প্রযোজনা সংস্থা। নির্মাতা রকিবুল আলম রকিব বলেন, ‘লেডি অ্যাকশন ঘরানার এ ছবিতে আপাতত পপিকে চূড়ান্ত করা হয়েছে। বাকি কলাকুশলীর নাম কয়েকদিনের মধ্যে জানাব। নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে ছবির কাজ শুরু হবে।
এদিকে পপি সম্প্রতি শেষ করেছেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ। আর কাজ করছেন আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। পাশাপাশি শেষ করেছেন ‘গার্ডেন গেম’ ও ‘ক্যান্ডেল লাইট’ নামের দুটি ওয়েব সিরিজের কাজ।
পিবিএ/বিএইচ