পিবিএ ডেস্ক: বাংলাদেশে যখন ১৫ আগস্টের শোকে পুরো জাতি বেদনাহত। হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে পালন করছে শোক দিবস। তখন দেখা গেলো বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন হাসি মুখে উড়াচ্ছে ভারতের পতাকা। তার ফেসবুকে ৪টি ছবি পোষ্ট করেছেন। ভারতের পতাকা উড়ানোর কারণ ও জানালেন তসলিমা নাসরিন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজের ফেসবুক পেইজ ছবির সঙ্গে দেওয়া স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেছেন-
‘১৬ই ডিসেম্বর এলে ছোটবেলায় বাড়ির ছাদে পতাকা ওড়াতাম। পাকিস্তানি শাসকের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। সে পতাকা ছিল সবুজ, সবুজের ভেতর লাল সূর্য।
আজ ১৫ অগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম। ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝিনা। আমাদের দেশি শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম।
তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝাণ্ডা ওড়াও।’
পিবিএ/বাখ