পিবিএ ডেস্ক: বিয়ের চার মাসের মাথায় স্বামীকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে স্ত্রী আশা আক্তার। তাকে বগুড়া থেকে গ্রেফতারের পর পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিবরণ দেয় আশা।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, বগুড়ার আশা আক্তারের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ব্রাহ্মণবাড়িয়ার শামীমের। চার মাস আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর আশা জানতে পারেন, শামীম আগেও বিয়ে করেছেন ও তার দুটি বাচ্চা আছে। সেই ক্ষোভ থেকে শামীমকে খুনের পরিকল্পনা করে সে।
গত ১৬ ফেব্রুয়ারি শামীমের সঙ্গে প্রথম চট্টগ্রাম আসেন আশা। আকবর শাহ এলাকার বাসায় শামীমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করে বগুড়া পালিয়ে যায় আশা।
পিবিএ/জেআই