যে কৃষক পেঁয়াজ চাষ করে কোটিপতি!

পিবিএ ডেস্ক : কিছুদিনের মধ্যেই পেঁয়াজ তার পরিবারের ভাগ্য পরিবর্তন করে ফেলে। কারণ তার জমিতে পেঁয়াজের বাম্পার ফলন হয়। যার পরিমাণ ২৪০ টন অর্থাৎ ২০ ট্রাক পরিমাণ, বাজারে ঠিক ওই সময়ে পেঁয়াজের কেজি ছিল ২০০ টাকা।

চারা বাবদ মালিকারজোনার বিনিয়োগ করেছিলেন ১৫ লাখ রুপি। সে আশা করেছেন হয়ত ৫ থেকে ১০ লাখ টাকা লাভ থাকবে। কিন্তু তার আশা ছাড়িয়ে এখন সে কোটিপতি।

বেঙ্গালুর শহরে মালিকারজোনা এখন সেলিব্রেটি। তাকে নিয়ে সামাজিক মাধ্যেমে চলছে ঝড়। তার সাফল্যের গল্প শুনতে চায় সবাই।

মালিকাজোন জানিয়েছেন, ‘আমি আমার সব ঋণ শোধ করে দিয়েছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটা বাড়ি করার এবং সাথে জমি কিনে কৃষিকাজে ব্যবহার করা।’

তিনি এখন প্রায় ১০ একর জমির মালিক। এই জমি গুলোতে কৃষিকাজে নিয়োজিত আছে ৫০ জনের মতো শ্রমিক।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...