যে ফোনগুলি গত বছর বেশি চলেছে

পিবিএ ডেস্ক: নতুন স্মার্টফোন কেনার কথা যাঁরা ভাবেন, তাঁরা আগে বাজার যাচাই করে নেন। ফলে, বাজারে আসা শত শত ফোনের মধ্যে কয়েকটি ফোন বেশি জনপ্রিয় হয়। গত বছরে বাজার মাতানো বেশ কয়েকটি মডেলের ফোন বাজারে এসেছিল। এসব ফোন ক্রেতারা পছন্দ করে পছন্দের ব্র্যান্ডের পাশে থেকেছেন।

smart-phone-facebook-PBA

বৈশ্বিক পর্যায়ে বিক্রির দিক থেকে শীর্ষ ১০টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট। ২০১৮ সালের জনপ্রিয় এসব ফোনের তথ্য চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েবুতে প্রকাশ করেছে কাউন্টার পয়েন্ট। তবে তাদের তালিকা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। গ্যাজেটস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাউন্টার পয়েন্টের তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি তিনটি মডেলের আইফোন স্থান শীর্ষ তিনে জায়গা পেয়েছে।

দেখে নিন ২০১৮ সালের সবচেয়ে ১০ ফোনের তালিকা
১. আইফোন এক্স
২. আইফোন ৮
৩. আইফোন ৮ প্লাস
৪. আইফোন ৭
৫. শাওমি রেডমি ৫এ
৬. স্যামসাং গ্যালাক্সি এস৯
৭. আইফোন এক্সএস ম্যাক্স
৮. আইফোন এক্সআর
৯. গ্যালাক্সি এস৯ প্লাস
১০. গ্যালাক্সি জে৬

পিবিএ/জেআই

আরও পড়ুন...