পিবিএ ডেস্ক: সাবান খেতে খেতে এক যুবতি আসিফা শুধু একটা শব্দই উচ্চারণ করেন,”সুস্বাদু”!
কাচ্চি, পান্তা-ভাত থেকে পাস্তা, ফ্রেঞ্চফ্রাই-ভোজনরসিকরা কতো কিছুই না খেয়ে থাকেন! কিন্তু কখনও এমন কারও কথা শুনেছেন যিনি ‘সাবান’ খেতে ভালোবাসেন?
এমনি একজন হলেন ইন্দোনেশিয়ার খোশিক আসিফা। সম্প্রতি বিভিন্ন ব্র্যান্ডের সাবান খেয়ে সেসবের স্বাদ নিয়ে তার পর্যালোচনার ভিডিও প্রকাশিত হয়। আর প্রকাশ হতেই তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে তার এই ভিডিও দেখেছে দুই লাখ মানুষ।
ভিডিওগুলোতে দেখা যায়, আসিফা বেশ আনন্দের সাথেই বিভিন্ন রকমের সাবান খাচ্ছে। প্রথমে তাকে ভেজা হাতে সাবান নিয়ে ঘসতে দেখা যায়। এরপর এর থেকে তৈরি ফেনা খুব মজা করেই গবগব করে খেতে দেখা যায়। কিছু কিছু ভিডিওতে দেখা যায়, সাবান খেতে সে এতোটাই মগ্ন যে পুরো ভিডিওতে সে শুধু একটা শব্দই উচ্চারণ করেন, “সুস্বাদু”!
তবে এটা আসিফার জন্য নতুন কিছু নয়। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওগুলোর আগেও তাকে সাবান খেতে দেখা গেছে। শুধু ‘গিভ’ ব্র্যান্ডের সাবানই না, লাইফবয়, এমনকি লাক্স ব্র্যান্ডের সাবানও খায় সে। এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাবান খেয়ে তার স্বাদ পরীক্ষা করতেই তার যত মনোযোগ।
পিবিএ/জেআই