যে সুবিধা পাবেন পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা

পিবিএ ,ঢাকা: পুঁজিবাজারকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার থেকে প্রাপ্ত লাভের ওপর দ্বৈত কর পরিহার করা হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে খসড়া বাজেট ঘোষণায় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ক্যাশ ডিভিডেন্ড দিলে সংশ্লিষ্ট কোম্পানিকে স্টক ডিভিডেন্ড উপর ১৫ শতাংশ কর প্রদানের বিধান প্রস্তাব করা হয়েছে। এছাড়া বাজেটে তালিকাভুক্ত কোম্পানির জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আয়কে করমুক্ত রাখার প্রস্তাবও করা হযেছে। একইসঙ্গে তালিকাভুক্ত দেশি ও বিদেশিসহ সব কোম্পানির শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত কর পরিহারের ঘোষণা দিয়েছেন। আর শেয়ারবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন

পিবিএ/জেডআই

আরও পড়ুন...